Header Ads

Header ADS

Fiverr এ কি কি করতে পারবেন , আর কি পারবেন না .

 

FIVERR এ কি কি করতে পারবেন , আর কি পারবেন না .


চলুন বেশি কথা না বাড়িয়ে , FIVERR এ কি কি করতে পারবেন আর  কি পারবেন না তা একটু জেনে নেই . (নতুনদের জন্য )


একাউন্ট সম্পর্কে :

১. ১টা IP বা কম্পিউটার / ল্যাপটপ দিয়ে একটা একাউন্ট করা যাবে .  একাধিক একাউন্ট ব্যবহার করলে সবগুলোই ব্যান হওয়ার সম্ভাবনা আছে! 

২. কম্পিউটার / ল্যাপটপ যে একাউন্ট ব্যবহার করতেছেন সেটা মোবাইল APP এ ব্যবহার করতে পারবেন . কিন্তু একাধিক মোবাইল এ ব্যবহার না করে ভালো .

৩. একই WIFI এ একাধিক একাউন্ট ব্যবহার করবেন না .  ডিভাইস আলাদা হলেও একটা WIFI  এর আন্ডার এ একটা একাউন্টই থাকা ভালো . কারণ হলো আপনি একাধিক ডিভাইস ব্যবহার করলেও . IP ১টাই থাকবে এতে আপনার একাউন্ট ডিসএবল হওয়ার চান্স থাকবে .

৪. WI-FI দিয়ে মোবাইল APP চালাতে পারবেন . কিন্তু ঐযে একটা WI-FI দিয়ে একটা একাউন্ট .


ডিসএবল একাউন্ট : 

5. একাউন্ট ডিসএবল হলে . উইন্ডোস নতুন করে দিবেন , ব্রাউসার নতুন করে ইনস্টল দিবেন . নতুন ইমেইল এড্রেস এন্ড নতুন নম্বর দিয়ে ফ্রেশ একাউন্ট খুলবেন . আসা করি প্রব্লেম করবে না .

৬. একাউন্ট এ SAME সোশ্যাল মিডিয়া একাউন্ট অ্যাড করবেন না . যদি অ্যাড করতে চান তাহলে ডিফারেন্ট করবেন . আগেরটার সাথে যেনো কোনো মিল না থাকে . আর যদি ঝামেলা মনে হয় তাহলে  অ্যাড না করে ভালো .


নতুন  গিগ : 

৭. নতুন অবস্থায় ৭টা গিগ আপলোড দিবেন . এতে কাজ পাওয়ার চান্স বেশি থাকে .

৮. গিগ এ কোনো কপি পেস্ট করবেন না . সব নিজে লেখার চেষ্টা করবেন .


গিগ ইমেজ :

৯. ইউনিক গিগ ইমেজ দেয়ার চেষ্টা করবেন . এন্ড ইমেজ হবে সিম্পল এন্ড চোখে লাগে এমন .

১০. ইমেজ এ টেক্সট দিবেন বড়ো করে তাহলে BUYER রা খুব সহজে আপনার গিগ কি টপিক এর উপর তা বুজতে পারবে .


গিগ ডেসক্রিপশন :

১১. গিগ ডেসক্রিপশন এ লিখবেন খুব সিম্পল এন্ড ডাইরেক্ট ফরওয়ার্ড . আপনি কি সার্ভিস দিচ্ছেন  সেটা তুলে ধরবেন . এন্ড পারলে একটু ডেসক্রিপশন টা মজাদার করে তুলে ধরবেন  .

১২. উপরের পিকচার এ যে স্টেপ গুলো দেয়া আছে ঐগুলো ফলো করলে আসা করি একটা ভালো গিগ ডেসক্রিপশন লেখা হয়ে যাবে যা আপনার গিগ RANK করতে হেল্প করবে .


গিগ কীওয়ার্ড :

১৩. গিগ কীওয়ার্ড গুলো খুব বুজে শুনে দিবেন . ১০ টা টপ গিগ এর কীওয়ার্ড দেখে দেন নিজে একটা কীওয়ার্ড লিস্ট বানিয়ে সেগুলো দিবেন . BUT ফুল কপি করবেন না . ৫ জন এর থেকে 5 টা নিন .

১৪. ভিডিও দেয়ার চেষ্টা করুন .


আরো কিছু জানতে চাইলে কমেন্ট  করুন .

আমার বাংলা বানানে  অনেক সমস্যা আছে . সো বানান ভুল গুলো একটু ঠিক করে পরে নিবেন . 

আর নতুন কোনো আইডিয়া পেলে অবশ্যই শেয়ার করবেন .

No comments

Powered by Blogger.